সেবা কার্যক্রম নির্দেশিকা (সিটিজেন চার্টার)
০১. | সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য সরকার দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ২০০৬ সালে একটি উপানুষ্ঠানিক শিক্ষা নীতি প্রণয়ন করেন। প্রণীত উপানুষ্ঠানিক শিক্ষা নীতি অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে এবং উন্নয়ন সহযোগী বেসরকারী সংস্থার মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষার প্রকল্পসমূহ বাস্তবায়ন করে আসছে। |
০২. | উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) পাশাপাশি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্প সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী বেসরকারী সংস্থার (এনজিও) মাধ্যমে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর মাঠ পর্যায়ের কার্যক্রম সার্বিক ভাবে তদারকি করে থাকে। |
০৩. | উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় বর্তমানে শহরের কর্মজীবি শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প ( হার্ড-টু-রীচ) প্রকল্প’’ এবং ২৯টি জেলায় ‘‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ (পিএলসিইএইচডি)’’ চলমান রয়েছে। বগুড়া জেলায় বর্তমানে উপানুষ্ঠানিক শিক্ষার কোন কর্মসূচী চালু নেই। |
০৪. | উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী শিক্ষার্থীদের রিসোর্স পারসন এবং দক্ষ প্রশিক্ষক দ্বারা ট্রেডভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে লিংকেজ প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের আয়-বর্ধনমূলক কর্মসূচীর সাথে সম্পৃক্ত করা হয়। |
০৫. | জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা; |
০৬. | সামাজিক উদ্বুদ্ধকরণের (সোস্যাল মোবিলাইজেশন) মাধ্যমে গণশিক্ষা কার্যক্রম সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ গহণ করা; |
০৭. | সরকারের বৃক্ষরোপন কর্মসূচী ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষার সাথে সংশ্লিষ্টদেরকে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ; |
০৮. | জেলা পর্যায়ের কর্মচারীদের বেতন-ভাতা ও আনুসাঙ্গিক খরচের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক খরচের হিসাব বিবরণী নিয়মিত প্রধান কার্যালয়ে প্রেরণ; |
০৯. | জেলা পর্যায়ের বাজেট প্রণয়ণ ও প্রধান কার্যালয়ে প্রেরণ; |
১০. | জেলা উপানুষ্ঠানিক শিক্ষা টেন্ডার কমিটির সভার সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন; |
১১. | জেলা পর্যায়ে প্রতি ২ মাসে উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভা আয়োজন, সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক সভার প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ; |
১২. | উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলার অন্যান্য বিভাগের সাথে যোগযোগ রক্ষা। |
১৩. | প্রধান কার্যালয় থেকে প্রদত্ত উপানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত অন্য যে কোন দায়িত্ব পালন। |
১৪. | জেলা প্রশাসন এবং সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোন দায়িত্ব পালন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস